রাতের সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ পাশ করল গোপন তথ্য



রাতের সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ পাশ করল গোপন তথ্য

 মধ্যরাতে সীমান্তের কাঁটাতারের গেট খুলে ভারতে বিভিন্ন সময়ে অবৈধভাবে অনুপ্রবেশ করা ১৫ বাংলাদেশি ও রোহিঙ্গাকে বাংলাদেশ অভ্যন্তরে পাঠিয়েছে (পুশব্যাক) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্তে। তাদেরকে পুশব্যাক করার আগে বিজিবিকে কোনও তথ্য দেয়নি বিএসএফ।


তারা হলেন- পাবনার চাটমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগতবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার (৫০), হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের শাহজালাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৮), একই জেলার নরেন্দ্রপুর থানার আব্দুর রফির ছেলে আক্কাস আলী (২৮), নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩), সদর থানার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩), হরিশপুর গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ (২৭), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর নুর ইসলামের ছেলে শাহিন আলী (২৭), পিরোজপুরের ইন্দোরখানি থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাইয়ের ছেলে আজিল সিপাই (৪৫) ও মিয়ানমারের বুথিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নং ক্যাম্পের এইচ-৩ ব্লকের বাসিন্দা আবুল পয়াসের ছেলে রিয়াজ (২৪) সহ ১৫ জন।তারা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজাভোগের পর বুধবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায়।


তারা আরও জানান, সীমান্ত পার হয়ে তারা মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেন এবং পরে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান।


এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান পুশব্যাকের বিষয়ে কোন তথ্য জানা নেই বলে জানান

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post