নিজ বাড়িতে গুলিবিদ্ধ দেশের শীর্ষ অভিনেতা আহত মা ও স্ত্রী

 


নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রীসাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময় আহত হন অভিনেতার স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন্নাহার।


রোববার ভোরে আশুলিয়ার জিরাবোতে আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। আজাদ এবং তার স্ত্রী ও মাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য সমকালকে নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।



তিনি বলেন, আজ ভোরে কয়েকজন ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে বাসায় ঢুকে। বাসার সবাই বিষয়টি বুঝতে পেরে রান্নাঘরে গেলে ডাকাতরা অভিনেতার স্ত্রীর মাথায় ও মায়ের পায়ে আঘাত করে। পরে যাওয়ার সময় তারা আজাদের পায়ে তিনটি গুলি করে।


হাসপাতালে আজাদসহ তার পরিবারকে দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। তিনি বলেন, আজাদের পায়ে তিনটি গুলি লেগেছে। তার জ্ঞান ফিরেছে, ভালো আছে। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।


এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


‘ক্যারেক্টার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘লিডার’ সিনেমাতেও তাকে দেখা যায়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post