কারাগারে আ:লীগের মন্ত্রীর মৃত্যু যা জানা গেল

 


সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে নারায়ণগঞ্জ কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মারা গেছেন।ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফেসবুক পোস্টগুলোর কমেন্টে সূত্র হিসেবে একটি সংবাদের লিংক দেওয়া হয়েছে।  উক্ত লিংকে প্রবেশ করলে দেখা যায়, এটি ‘sadhinnews247’ নাম ব্যবহার করে ব্লগস্পটের বিনামূল্যের একটি ডোমেইন সাইট হিসেবে তৈরি করা হয়েছে। ‘sadhinnews247’ নামের এই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে ‘নারায়ণগঞ্জ কারাগারে মৃত্যুবরণ করলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি প্রকাশের তারিখ হিসেবে ২ মে ২০২৫ উল্লেখ করা হয়েছে। এটিই আলোচিত দাবিটির সম্ভাব্য উৎস বলে প্রতীয়মান হয়। কথিত এই সংবাদে দাবি করা হয়, “নারায়ণগঞ্জ জেলা কারাগারে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী আনিসুল হক। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কারাগারের হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলার মো. শরিফুল ইসলাম। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আনিসুল হক দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন তিনি। বিকেলে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখানেই তিনি মারা যান।”আনিসুল হকের মৃত্যু সংক্রান্ত দাবিটির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোয়ও কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতো। আনিসুল হকের বিষয়ে মূলধারার গণমাধ্যমে সর্বশেষ সংবাদ প্রকাশ হয় গত ৩০ এপ্রিল। ঐদিন অনলাইন সংবাদমাধ্যম ‘জাগোনিউজ২৪’ এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বলা হয়, “বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।”  উল্লেখ্য যে, এসব ফ্রি ডোমেইনের ব্লগসাইট আগেও একাধিকবার ভুয়া খবর প্রকাশ করেছে। ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছেসুতরাং, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মারা গেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post