রাজশাহী তে জয় গ্রেফতার



 রাজশাহীতে শিশু ধর্ষণ মামলার আসামি সামায়ন কবির জয়কে (১৭) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী নগরীর কোর্ট এলাকা থেকে র‌্যাব-৫, মোল্লাপাড়া রাজশাহীর একটি টিম তাকে গ্রেফতার করে। 

গ্রেফতার জয় জেলার বাঘা উপজেলার চক ছাতরী গ্রামের হানিফ মিস্ত্রির ছেলে। দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জয় ধর্ষিত ওই শিশুর প্রতিবেশি। গত ১৯ মার্চ দুপুরে জয় ওই শিশুকে একশ টাকার প্রলোভন দেখিয়ে তার বেড়ার ঘরে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাঘা থানায় জয়কে আসামি করে মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব আলোচিত এ মামলাটির ছায়া তদন্ত করছিল। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার জয়কে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে। সূত্র: যুগান্তর  রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০২:৪৫ পিএম

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post