বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলি ম্যাগাজিন উদ্ধার

 


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে। আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।রাতে এক ফেসবুক পোস্টেও উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন।এদিকে এ ঘটনায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, উপদেষ্টা আসিফ জানিয়েছেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র আছে, সে কারণে ধন্যবাদ। তবে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে, আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলি পূরণ করতে হয়।তিনি বলেন, ‘আসিফের বয়স হয়তো ৩০ অতিক্রম করেছে, তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তীর তিন বছর, ধারাবাহিকভাবে প্রতিবছর তিন লক্ষ টাকা (পিস্তল/রিভলবার/রাইফেলের ক্ষেত্রে) অথবা, প্রতিবছর এক লক্ষ টাকা—শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ডসহ, এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ‍্যবাধকতা আছে, সেটা কি পূরণ করেছেন?’তিনি আরো বলেন, ‘অবশ‍্য আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই সেটা বের করা সহজ হয়ে যাবে। আর যদি বিশেষ কারণে—মন্ত্রী পদমর্যাদা হওয়ার কারণে আয়কর ক্লজ থেকে রেহাই পেয়ে যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন? কোথায় থেকে অস্ত্র কিনলেন, সেসবও একটু আমাদের জানালে ভালো হয়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post