সমাবেশে আসার পথে জামায়াত আমিরের মৃত্যু!



 ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাওলানা আবু সাঈদ (৫২) খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির ছিলেন। তিনি চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভি হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন— দলটির কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন।দাকোপ পৌর জামায়াতের সেক্রেটারি মো. নজরুল ইসলাম বলেন, ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্কিং করে হতাহতরা চা খাচ্ছিলেন।এ সময় আবু সাঈদ দেখতে পান তাদের গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা রয়্যাল পরিবহনের যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন।

আর আহত হন দুইজন। আমরা লাশ নিয়ে খুলনায় যাচ্ছি।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, রাত ৩টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া দু-তিনজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post