পিআর পদ্ধতিতে নির্বাচনে একাট্টা ১০ দল। দলগুলোর আদর্শিক চিন্তা-চেতনা পৃথক। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি (প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে সংসদের আসন) দাবিতে একাট্টা তারা।শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে তারা উঠেছেন একমঞ্চে। ইসলামী আন্দোলনসহ একমঞ্চে ওঠা অন্য দলগুলো হলো; বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, হেফাজতে ইসলাম, জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।এই দলগুলো একমঞ্চ থেকে পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলেছেন। সবার বক্তব্যেই ছিল এক সুর। এ পদ্ধতিতে নাখোশ থাকা বিএনপির প্রতি সর্বদলীয় সংসদ গঠন করতে পিআর পদ্ধতি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পদ্ধতির ব্যাপারে ঐকমত্য না হলে গণভোট আয়োজনের দাবিও জানিয়েছে দলগুলো। সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নেই উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেন, ‘দেশের সব মানুষের ভোটের দাম সমান। কারও ভোট যাতে অবমূল্যায়ন না হয়, সেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী নির্বাচনে সংসদের উভয়কক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে তাদের সেই অনুপাতে আসন থাকবে। রাষ্ট্রের মূলনীতিসহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের মতো বিষয়ে ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে।’সমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। এ বিষয়ে ইতোমধ্যেই গ্রামে গ্রামে ঐক্য তৈরি হয়েছে। দৃশ্যমান সংস্কার সম্পন্ন করতেই হবে। কেউ কেউ বলেন, ক্ষমতায় গেলে সংস্কার করবেন, তারা কীভাবে জানলেন তারা ক্ষমতায় যাবেন? সমাবেশে ইসলামী রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্যের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ভিন্নমত থাকা সত্ত্বেও আজ আমরা একত্রিত হয়েছি। এর মাধ্যমে ইসলামের ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। চরমোনাই পীরের এ উদ্যোগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ এ সময় তিনি জামায়াতের আমিরের সালাম নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন গোলাম পরওয়ার। বিএনপিকে পিআর পদ্ধতি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘একটি সর্বদলীয় সংসদ গঠন করতে পিআর হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। বিএনপিরও তা মেনে নেওয়া উচিত। বিএনপি বলে আমরা ক্ষমতায় গিয়ে রাষ্ট্র সংস্কার করব। আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে তার গ্যারান্টি কী? মঞ্চে যারা আছেন আমরা যদি মুনাফেকি না করি তাহলে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলাম। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, একসঙ্গে চলি, আমি ক্ষমতায় যেতে চাই না-ইসলামকে ক্ষমতায় নেব- এই নীতি আর্দশ বিশ্বাস করলে ইসলামের সুদিন আসবে।’
Post a Comment