এবার সেনাবাহিনীর নতুন চিরুনি অভিযান,টার্গেটে যারা



 চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এখন থেকেই বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি জানিয়েছেন, অপরাধী যে দলেরই হোক না কেনো সরকার ছাড় দেবে না।রোববার (১৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এ ক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে জানিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে। এটা এখন থেকেই শুরু।তিনি বলেন, রাজধানীর মিটফোর্ডে চাঁদা না পেয়ে ব্যবসায়ী হত্যাকাণ্ড দুঃখজনক ও সভ্যসমাজে মানা যায় না। সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। অভিযুক্ত ১৯ জনের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরো আসামি পাওয়া গেলে তাদেরও গ্রেপ্তার করা হবে।স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর শিথিলতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়া হবে। এমন অপরাধের সাথে জড়িতরা যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, সরকার ছাড় দেবে না।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post