Top News

মুরাদনগরের ধর্ষিত সেই নারীর আত্মহত্যা করছে এ বিষয়ে যা জানা গেল

 


কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে গত ২৬ জুন বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ জুন দুপুরে মুরাদনগর থানায় এমন অভিযোগ এনে মামলা করেছেন এক নারী। এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি, ‘কুমিল্লার মুরাদনগরের ধ”র্ষিত হিন্দু নারী এইমাত্র আ”ত্মহত্যা করেছে’ শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।আলোচিত দাবিতে ‘বাংলাদেশ প্রতিদিন’ এর নামে পরিচালিত ভুয়া ফেসবুক গ্রুপে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷ এই গ্রুপগুলোতে সম্মিলিতভাবে প্রায় ১,৫০,০০০ জন সদস্য রয়েছে।প্রচারিত পোস্টগুলোর মধ্যে একটি অভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। দুইটি পোস্টই ‘আমার দেশ’ পত্রিকার নাম ও পত্রিকাটির লোগো প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহারকারী ভুয়া ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে।ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের অভিযোগের ঘটনার ভুক্তভোগী হিন্দু নারী আত্মহত্যা করেননি বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে দুটি ওয়েবসাইটের লিংক (১, ২)সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘sadhinnews247.blogspot.com’ ও ‘fullmoviedownload76246.blogspot.com’ নামের সাইট দুটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি ও blogspot.com ডোমেইনে হোস্ট করা একটি ভূঁইফোড় ওয়েবসাইট বলে প্রতীয়মান হয়।উভয় সাইটে ‘কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার হিন্দু নারীর আত্মহত্যা: তদন্ত দাবি জনমনে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্ষণের শিকার এক হিন্দু নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী তার বাড়ির পাশেই একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। বিষয়টি মুরাদনগর থানা পুলিশ নিশ্চিত করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগের ঘটনার ভুক্তভোগী হিন্দু নারীর আত্মহত্যা করলে তা স্বাভাবিকভাবে গণমাধ্যম ফলাও করে প্রচার হবার কথা। তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রেও উক্ত দাবির সত্যতা মেলেনি।এ ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি ফজর আলীকে ২৯ জুন ভোরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া, ২৮ জুন রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, উক্ত প্রতিবেদনে ধর্ষণের ঘটনার ভুক্তভোগী নারীর আত্মহত্যার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, কুমিল্লার সাংবাদিক Saifullah Khalid ও Bahar Uddin Rihan নিজেদের ফেসবুক প্রোফাইল পৃথক দুইটি পোস্টের মাধ্যমে ধর্ষণের অভিযোগের ঘটনার ভুক্তভোগী হিন্দু নারীর আত্মহত্যা দাবিটি মিথ্যা বলে জানিয়েছেন।    সুতরাং, কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের অভিযোগের ঘটনার ভুক্তভোগী হিন্দু নারীর আত্মহত্যা দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post