খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

 


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। এমন অবস্থায় তিনি আগামী তিন দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তাঁর কার্যালয় জানিয়েছে।নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত রাতে অসুস্থ হয়ে পড়েন। তাঁর পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি স্যালাইন নিচ্ছেন।বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়। সূত্র :রয়টার্স জেরুজালেম

Published: 20 Jul 2025, 23:59

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post