Top News

চাঁদপুরে মসজিদে হামলার শিকার খতিবের মৃত্যু যা জানা গেল



 চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমান মাদানীকে চলতি বছরের ১১ জুলাই কুপিয়ে জখম করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে মাওলানা আ ন ম নুর রহমান মারা গেছেন। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, তিনি মারা যাননি। তার পরিবার নিশ্চিত করেছে, তিনি বর্তমানে ঢাকা হলি কেয়ার হাসপাতালে ভর্তি। সেখানে তিনি চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত আছেন। সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় এই পোস্টগুলো মিথ্যা।ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ খতিব নুর রহমান মাদানীকে জুমার নামাজ শেষে কুপিয়ে জখম করার অভিযোগে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে। কুপিয়ে জখম করার কারণ হিসেবে বিল্লাল হোসেন স্বীকার করেন যে, খতিব মহানবী (সা.)-কে ‘অসম্মান’ করেছেন। ২০২৫ সালের ১১ জুলাই শুক্রবার জুমার নামাজের পর চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের খতিব আ ন ম নুর রহমানের ওপর হামলার এই ঘটনাটি ঘটে। বিল্লাল হোসেন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে খতিব কানে, গলায় ও মাথায় রক্তাক্ত জখম হন। এই মসজিদের নিয়মিত ইমামসহ অন্য মুসল্লিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হামলার পর নুর রহমানের চিৎকারে অন্য মুসল্লিরা এগিয়ে গিয়ে হামলাকারীকে অস্ত্রসহ আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। 

গুরুতর আহত নুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য গত ১১ জুলাই রাতে ঢাকা হলি কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ভুক্তভোগীর ছোট ছেলে রায়হান রাহি জানান যে, তার বাবা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং তিনি আগের চেয়ে ভালো আছেন।কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তার মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তাই ফ্যাক্টওয়াচ আলোচিত ভিত্তিহীন এই পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post