নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যানার লাগানোর সময় জামায়াতের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে রঘুনাথপুর দারুসসুন্নাহ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত জামায়াত নেতা আলী আকবর শেখ (৫০) বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। হামলার শিকার মো. আলী আকবর শেখ জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানার (পশ্চিম) রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন।আলী আকবর জানান, আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশের প্রচারের লক্ষ্যে প্রগ্রামের ব্যানার লাগানোর সময় মো. নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি তাকে ফোন করে মাদরাসার সামনে আসতে বলেন। পরে কৌশলে একটি গলির ভেতরে নিয়ে গিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালানো হয়।তিনি বলেন, ‘নজরুল প্রথমে কিল-ঘুষি ও লাথি মারে।পরে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় কোপ মারতে যায়। কোপটি গলায় না পড়ে মাথায় লাগে। আমি মাটিতে লুটিয়ে পড়লে সে গালাগাল করে ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।’
আলী আকবর দাবি করেন, অভিযুক্ত নজরুল ইসলাম স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক ছাত্রকে হত্যার ঘটনায় মামলা রয়েছে।তিনি বলেন, এটা নিছক ব্যক্তিগত হামলা নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের কর্মসূচি বানচাল ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে এটি পরিকল্পিত হামলা।জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী শাখার প্রচার সম্পাদক আব্দুল মোমিন বলেন, আলী আকবর জামায়াতে ইসলামীর একজন নিবেদিত রুকন। ব্যানার লাগানোর মতো একটি শান্তিপূর্ণ কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয় ও রাজনৈতিক সহিংসতারই বহিঃপ্রকাশ।হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র :কালের কন্ঠ প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫ ১৬:৪৬
Post a Comment