এনটিআরসিএর যে পদে সুপারিশ বঞ্চিতদের জন্য আসছে সুখবর!



 কোড জটিলতায় ট্রেড ইন্সট্রাক্টর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (২২৯) শূন্যপদ থাকা সত্ত্বেও কোন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে তাদের অভিযোগ মোটেই সত্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, ভুল চাহিদার কারণে এসব পদের প্রার্থীরা সুপারিশ বঞ্চিত হয়েছেন। এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কিছুই করার নেই। একই সঙ্গে বিশেষ গণবিজ্ঞপ্তিতে তাদের জন্য সুখবরের ইঙ্গিত দিয়েছেন একাধিক কর্মকর্তা।সুপারিশ বঞ্চিতদের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানতে পেরেছেন দৈনিক শিক্ষাডটকমের প্রতিবেদকরা।এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এই কোডের চাহিদা আসছে তিনটা। আমরা তো এর বেশি সুপারিশ করতে পারবো না। সর্বোচ্চ নম্বর অনুযায়ী তিনজন প্রার্থীই সুপারিশ পেয়েছেন। আর এই সেইম ট্রেডেই ২১৪ কোডের পরীক্ষা হয়েছে, এটা কারিগরির জন্য। এই কারিগরির ২১৪ কোডে মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষ ভুল করে চাহিদা দিয়ে রেখেছেন। তবে এখানে সুপারিশ করলে তো তাদের এমপিও হবে না। সেটা হবে আরেক ঝামেলা।প্রতিটা স্কুল, আগের নাম ছিলো সেসিপ, এরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায়। ১২টি কোডের মধ্যে তারা দুইটা করে ট্রেড পায়। এদের পরীক্ষা এবার থেকে আলাদা করে নেয়া হয়েছে। আগে ২১৪ কোডের শুধু কারিগরির পরীক্ষা হতো। এখন জেনারেলদের জন্য এই ট্রেডে ২২৯ কোডে পরীক্ষা হয় এবং এই পরীক্ষায় পাসও করেছেন অনেকে কিন্তু চাহিদা এসেছে মাত্র তিনটা। আর ২১৪ কোডে চাহিদা অনেক এসেছে, অনেকেই সুপারিশ পেয়েছেনএই কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে আরো বলেন, তারা বলতে পারেন তাদের সনদ স্কুলের। তবে চাহিদা তো এসেছে টেকনিক্যালের মধ্যে। স্কুল ঠিক আছে কিন্তু এমনও তো হতে পারে সেটা সংযুক্ত কারিগরি। এজন্য হুট করে সুপারিশ দিয়ে আরো ঝামেলা হতে পারবো।কর্মকর্তা বলেন, যে পদগুলো এরা দাবি করেছেন সেই পদে এই প্রাথী ছাড়া অন্য কেউ যেতে পারবেন না। অতএব বিশেষ গণবিজ্ঞপ্তি হলে এরাই আগে পাবেন। ফাঁকা পদে টেকনিক্যাল বা অন্য কেউ আসতে পারবে না। কাউকে সুপারিশ করা হয়নি-প্রার্থীদের এমন অভিযোগ সত্য নয়।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post