সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সংশোধিত নিয়ম অনুযায়ী আগস্টের শেষ সপ্তাহে নতুন নিয়োগবিধি প্রকাশের সম্ভাবনা রয়েছে। নিয়োগবিধি প্রকাশের পরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই নিয়োগের মাধ্যমে প্রায় ১৭ হাজার প্রার্থীকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।এদিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এবার প্রায় ১৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে কিন্তু নিয়োগবিধি সংশোধনের কাজ চূড়ান্ত না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না প্রতিষ্ঠানটি। নারী কোটা, পোষ্য কোটা বাতিলসহ নিয়োগবিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ইতিমধ্যেই বিধিমালা প্রস্তুত করে অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।এবার সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়ারও প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এর মধ্যে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২ হাজার ৫৮৩ ও সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে ২ হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, সংশোধিত শিক্ষক নিয়োগবিধি প্রায় চূড়ান্ত হয়ে আইন মন্ত্রণালয়ে রয়েছে। নারী ও পোষ্য কোটা বাতিলসহ আসছে একাধিক পরিবর্তন। বিধি চূড়ান্তের পরদিনই প্রায় ১৭ হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে।
00:01
Post a Comment