গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায়

 


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় এখনও কাউকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে, গতরাত ৮ টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক তুহিনকে।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এসময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে।

এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা।

এসময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post