অবশেষে শিক্ষক দের বাড়ি ভাড়া নিয়ে মন্ত্রণালয় যা বলেছে



 শিক্ষকদের বাড়ি ভাড়া-চিকিৎসা ভাতা কত টাকা বাড়ানোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়ানোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ১ হাজার ৫০০ টাকা ভাতা বাড়ছে শিক্ষকদের। তবে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, বাড়ি ভাতা নির্দিষ্ট অঙ্কে নয়, শতাংশ হারে বাড়াতে হবে। শতাংশে বাড়ানো হলে প্রতিটি পদমর্যাদার শিক্ষকই সমানভাবে উপকৃত হবেন।এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী বলেন, ‘২০ শতাংশ বাড়িভাড়া আমরা চেয়েছি। এই দাবি দ্রুত কার্যকর করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করবো। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে ২০ শতাংশ এর হিসাব জমা দেয়ার চেষ্টা করা হবে।’বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। যা খুবই সামান্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। এজন্য বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। প্রস্তাবটি কার্যকর হলে জুনিয়র শিক্ষকদের ভাতা এক হাজার ৯০০ টাকা এবং সহকারী শিক্ষকদের দুই হাজার ৫৫০ টাকা বৃদ্ধি পাবে। বর্তমান ভাতার সঙ্গে এটি যোগ করা হলে প্রবেশ পর্যায়ের একজন জুনিয়র শিক্ষকের বাড়ি ভাড়া প্রায় তিন হাজার এবং সহকারী শিক্ষকের সাড়ে তিন হাজার টাকা হবে। এছাড়া অন্যান্য শিক্ষকদের বেতন গ্রেড অনুযায়ী বাড়বে।শিক্ষক নেতারা বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধি করা হলে সকল স্তরের শিক্ষকই সমানভাবে উপকৃত হবেন। এ দাবির পক্ষে হিসাব তৈরি করে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে তারা জানিয়েছেন তারা। অন্যদিকে বাড়ি ভাড়া সংখ্যায় বৃদ্ধি পেলে সেটি একেবারে বৃদ্ধি পেয়ে যাবে। পরবর্তীতে সেটি আর বাড়ার সম্ভাবনা নেই। শতাংশ হারে বাড়ানো হলে বেতনবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়াও বাড়বে।এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য মো. রাশেদ মোশাররফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্বাধীনতার পর থেকেই শিক্ষকরা বৈষম্যের শিকার। এই বৈষম্য আমরা আর মানবো না। বাড়ি ভাড়া শতাংশ আকারেই বৃদ্ধি করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না। দাবি মেনে না নিলে শিক্ষকরা আবারও আন্দোলনে নামবে।’ সূত্র : the daily campus

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post