বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এনটিআরসিএ কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন করেন।প্রার্থীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬০ হাজার ৫২১ জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত ১৯ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে এক লাখেরও বেশি শূন্যপদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জনকে সুপারিশ করা হয়। এতে ১৫ হাজারের মতো চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থী বঞ্চিত হয়েছেন। মানববন্ধন শেষে বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর আবেদন করেন। আবেদনে প্রার্থীরা দুটো দাবি তুলে ধরেন। ১. ১৮তম নিবন্ধনে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত প্রায় ১৫ হাজার প্রার্থীকে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ দিতে হবে। ২.. নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ-বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক শূন্যপদে নিয়োগ নিশ্চিত করতে হবে।
00:01
Post a Comment