বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ থেকে বঞ্চিত প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন। এ দাবিতে ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারারোববার ( ১৪ সেপ্টেম্বর) সকালে শাহবাগ থেকে এ ঘোষণা দেন তারা।তারা জানান, রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ কার্যালয় ঘেরাওয়ের মাধ্যমে তারা তাদের দাবি আদায়ের কর্মসূচি পালন করবেন।তাদের দাবিগুলো- ২০২৫ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ দিতে হবে। নীতিমালা পরিবর্তন করার পূর্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে হবে ও প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে ১৬ হাজার ২১৩ জনকে নিয়োগ দিতে হবেপ্রার্থীদের অভিযোগ, শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশনা পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। অনেক যোগ্য প্রার্থীকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
Post a Comment