ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন: ভিপি-জিএস পদে শিবিরের জয় দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারি (জিএস) – এই দুইটি গুরুত্বপূর্ণ পদেই ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় লিখেছেন, “ভিপি-জিএস দুই পদেই শিবির বিজয়ী। কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি।”
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো স্বতন্ত্র সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। ইলিয়াস হোসেনের লাইভ সম্প্রচারের পর বিস্তারিত জানা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
00:01
Post a Comment