শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া নিয়ে যে সুখবর দিল মন্ত্রণালয়



এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজার টাকা করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় জমা দিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতৃবৃন্দ। এই প্রস্তাব এখন পর্যালোচনা করবে মন্ত্রণালয়।জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলো আগেই বলেছিল, সরকার যদি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি বিবেচনায় নেয়, তাহলে তারা আপাতত আন্দোলনে যাবেন না।জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান জানান, শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব অনেক আগে পাঠানো হয়েছে। নতুন করে একটি আমাদের কাছে এসেছে বলে জেনেছি। এটি কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন, যার জন্য কিছু সময় লাগবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post