এমপিও নীতিমালার গেজেট প্রকাশ

 


স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো পরিচালনার জন্য ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ গেজেট প্রকাশ করেছে সরকার।গত ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব ড. খ. ম. কবিরুল ইসলামের সই করা এই গেজেট বিজিপ্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) প্রকাশ করেস্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো পরিচালনার জন্য ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ প্রকাশ করেছে সরকারনীতিমালায় মাদরাসার স্থাপনের জন্য এলাকাভেদে দূরত্ব, জমির পরিমাণ ও ব্যক্তির নামে নামকরণের জন্য নির্দিষ্ট ফি বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঠদানের অনুমতির জন্য মাদরাসার ভবন, তহবিল ও পাঠাগার সংক্রান্ত শর্ত উল্লেখ করা হয়েছে ছাড়াও শিক্ষক- কর্মচারী নিয়োগের যোগ্যতা অভিজ্ঞতা ও বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।প্রতিষ্ঠান এমপিওভুক্তির শর্তাবলিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানের হালনাগাদ স্বীকৃতি থাকতে হবে। এ নীতিমালার পরিশিষ্ট-ক, খ ও গ প্রদত্ত শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োজিত থাকতে হবে।অনুমোদিত ম্যানেজিং কমিটি থাকতে হবে। ট্রাস্ট-সংস্থা পরিচালিত কোনো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্তির জন্য ট্রাস্ট-সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে আবেদন দাখিল করতে হবে।এমপিওভুক্তির ক্ষেত্রে অনুদানভুক্ত ইবতেদায়ি মাদরাসাগুলোকে অগ্রাধিকার প্রদান করা হবে। এমপিওভুক্তির শর্তপূরণ কোনো প্রতিষ্ঠানের এমপিওভুক্তির নিশ্চয়তা প্রদান করে না।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post