শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে আগামী রবিবার দুটি সভা অনুষ্ঠিত হবে। দুটি সভাতেই মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন সভাপতিত্ব করবেন।শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সকাল ১০টায় শুরু হতে যাওয়া সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়ায় ভাইভার নম্বর বিধিমালায় যুক্ত করা হবে। এই সভায় পরীক্ষা পদ্ধতির বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে।সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় সভাটি শুরু হবে বেলা ১১টায়। এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ৪০টি পদে ন্যূনতম কাম্য শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Post a Comment