এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের ইএফটিতে তথ্য দেয়ার সময় পদত্যাগ, স্থগিত, অস্থিত্ব নেই বলে উল্লেখ করায় অনেকের বেতন দেয়া সম্ভব হয়নি। তাই নির্দেশনা অনুযায়ী ২১ সেপ্টেম্বরের মধ্যে এসব শিক্ষক-কর্মচারীদের সঠিক তথ্য হালনাগাদ করে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, এই অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা ১ জানুয়ারি থেকে ইএফটিতে দেয়া হচ্ছে। ইএফটিতে এমপিওর অর্থ পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যেমে যাচাইকালে অনেক শিক্ষক-কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের রাউটিং নম্বরসহ কিছু তথ্য সঠিক নয় মর্মে প্রতিয়মান হয়।কিছু শিক্ষক-কর্মচারী অন্য প্রতিষ্ঠানে যোগদান করায় তাদের বর্তমান অবস্থার পরিবর্তন হয়েছে। এছাড়া, ইএফটিতে তথ্য দেয়ার সময় বর্তমানে কর্মরত অবস্থার ‘ফিল্ডে’ পদত্যাগ, স্থগিত, অস্থিত্ব নেই বলে উল্লেখ করেছে, সে কারণে তাদেরকে এখন পর্যন্ত বেতন দেয়া সম্ভব হয়নি।এমন পরিস্থিতিতে, শিক্ষক-কর্মচারীদের সঠিক তথ্য পাঠানোর জন্য তাদের ইএফটির তথ্য ইতোমধ্যে প্রতিষ্ঠানে ফেরত পাঠানো হয়েছে। সংযুক্ত ম্যানুয়াল (নির্দেশনা) অনুযায়ী সঠিক তথ্য হালনাগাদ করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Post a Comment