শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা প্রকাশ



 জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নীতিমালা প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষার কার্যক্রম গ্রহণ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছেবুধবার (৩ সেপ্টম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নীতিমালা অনুমোদিত হয়েছে। গতকাল বুধবার এ নীতিমালা প্রকাশ করা হয়।নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রতি বিষয়ে ১০০ নম্বর করে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের ২ ধরনের জনিয়র বৃত্তি দেয়া হবে। ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি।এমন পরিস্থিতিতে, সংশ্লিষ্ট সবাইকে অনুমোদিত নীতিমালা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হয়েছে।শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post