মাদরাসা শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার আর্থিক বিবরণী মন্ত্রণালয়ে

 


মাদরাসা শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার আর্থিক বিবরণী মন্ত্রণালয়েএমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দেয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষের বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর্থিক বিররণীতে দেখা গেছে, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ হারে বছরে বাড়ি ভাড়া দিতে অতিরিক্ত ৯০৭ কোটি ২ লাখ টাকা প্রয়োজন। আর সে হিসেবে প্রতি মাসে অতিরিক্ত দরকার ৭৫ কোটি ৬ লাখ টাকা।বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।অধিদপ্তরে অর্থ শাখার উপ-পরিচালক ড. কে. এম শফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আজ বুধবার এই বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই বিবরণীতে আনুমানিক হিসাব রয়েছে। এই সংখ্যার কাছাকাছি হবে হয়তো প্রকৃত হিসাবঅধিদপ্তর থেকে পাঠানো আর্থিক সংশ্লেষের বিবরণীটি দৈনিক শিক্ষাডটকমের হাতে রয়েছে। বিবরণীতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা ২০ শতাংশ (নূন্যতম ৩ হাজার) এবং শতকরা ১৫ শতাংশ (নূন্যতম ২হাজার), ১০ শতাংশ (নূন্যতম ২ হাজার) হারে বাড়ি ভাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষের বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলোএতে আরো বলা হয়, এনটিআরসিএর মাধ্যমে সদ্য সুপারিশকৃত হয়ে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে।বিবরণীতে দেখা যায়, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ দিতে বছরে ৩৩৯ কোটি ৬০ লাখ টাকা প্রয়োজন। সে হিসেবে প্রতি মাসে অতিরিক্ত দরকার ২৮ কোটি ৩০ লাখ টাকা।১০ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে অতিরিক্ত ৪২৯ কোটি ৬০ লাখ টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে ৩৫ কোটি ৮০ লাখ টাকার মতো লাগবে। ১৫ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে ৬০৮ কোটি ৪০ লাখ টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে ৫০ কোটি ৭০ লাখ টাকার মতো লাগবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post