হঠাৎ NRTCA অফিসে শিক্ষা সচিব চার ঘন্টা পর জানা গেল রহস্য

 


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় এনটিআরসিএতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শিক্ষা সচিব অন্তত সাড়ে চার ঘণ্টা সেখানে অবস্থান করেন। একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।এ সময় এনটিআরসিএর নিয়োগ সুপারিশ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়-এই বিষয়গুলো শোনেন। একই সঙ্গে শিক্ষার তিন অধিদপ্তরের জনবল ও এমপিও নীতিমালা সংশোধন করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে নানা আলোচনা হয়।মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানান, শিক্ষা সচিবের সঙ্গে আলোচনাকালে এনটিআরসিএর পরীক্ষা ও ফল প্রকাশে কারিগরি সহায়তা দানকারী টেলিটক লিমিটেডের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।জানা গেছে, ষষ্ঠ নিয়োগ সুপারিশের যোগদান কার্যক্রম শেষ হওয়ার পরে পদ ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে চিন্তা করা হবে। সেক্ষেত্রে এখনি বলা যাচ্ছে না বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে কিনা। কারণ যেসব প্রার্থী যোগদান করবেন না তাদের সংখ্যা বিবেচনায় বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত হবে। ফলে যোগদান কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাদপড়া প্রার্থীদেরএ ছাড়াও সনদে যাদের ত্রুটি রয়েছে তাদের ব্যাপারে আলোচনা হয়। কর্মকর্তারা দৈনিক শিক্ষাকে জানান, এসব প্রার্থীদের ব্যাপারে এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেয়া যাচ্ছে না। এনটিআরসিএর নিজস্ব জনবল নিয়োগ নীতিমালা সংশোধনের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।শিক্ষা মন্ত্রণালয়াধীন তিন অধিদপ্তরে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এক করার ব্যাপারে প্রস্তাবের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যাচাই-বাছাই করার পর অনুমোদন দিলে বাস্তবায়নের পথে আগাবে।


এ ছাড়াও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসায় আবেদন করেও যারা সুপারিশ পাননি তাদের ক্ষেত্রে ‘এক’ নীতিমালা করার এই প্রস্তাব বাস্তবায়ন হলে সুপারিশ সংক্রান্ত জটিলতা কেটে যাবে। শিক্ষা সচিব রেহানা পারভীন এসব বিষয় নিয়ে আলোচনা করেশিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।ন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post