এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা বৃদ্ধির দাবিতে অসন্তোষের পরিপ্রেক্ষিতে আজ (বুধবার, ৮ অক্টোবর) বিকেল ৫টায় শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে জরুরি বৈঠক বসছে।শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বৈঠকটি অনুষ্ঠিত হবে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে। এতে অর্থ উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাসহ দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করায় তারা অসন্তুষ্ট হয়েছেন। বিষয়টি মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাই শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা আহ্বান করা হয়েছে।তিনি আরও বলেন, আমরা চাই না শিক্ষকরা আবার রাজপথে নামুক। তাই তাদের দাবির বিষয়ে একটি ইতিবাচক সমাধানে পৌঁছাতে চাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কত শতাংশ হারে ভাড়া বাড়ানো সম্ভব, সেটি আজ নির্ধারণ করা হবে।
এর আগে শিক্ষক সংগঠনগুলো দাবি জানিয়েছিল, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাতা অন্তত ৩০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। সরকার সম্প্রতি এমপিওভুক্তদের বাড়ি ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দিলে শিক্ষকরা তা অযৌক্তিক ও অবমাননাকর বলে মন্তব্য করেন।
সভা শেষে শিক্ষকদের বাড়ি ভাতা কত শতাংশ বাড়বে, তা নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে
Post a Comment