বাংলাদেশের মতো শিক্ষকদের এতো নিম্ন বেতন কাঠামো পৃথিবীর কোথাও নাই। শিক্ষকদের মর্যাদা আশেপাশের দেশের তুলনায় তলানিতে অবস্থান করছে। তাই শিক্ষকদের মর্যাদা বাড়াতে যথাযথ উদ্যোগ গ্রহণের পাশাপাশি নতুন সরকারের কাছে আগামী বাজেটে জিডিপির অন্তত ৫ শতাংশ শিক্ষায় বরাদ্দের দাবি উঠেছে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত সেমিনারে। সোমবার রাজধানীর মগবাজারে দৈনিক শিক্ষাডটকম সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।আলোচনায় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরিচালনা কমিটি না রাখার দাবি তোলেন। স্কুলগুলোতে আধুনিক অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি নিশ্চিতের দাবিও ওঠে। এছাড়া শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার উপায় খোঁজার তাগিদ দেয়া হয়তারা বলেন, শিক্ষাখাতকে অবহেলায় রাখলে সামগ্রিক বিকাশ ব্যাহত হবে। শিক্ষাকে অবহেলায় রেখে কোনো রাষ্ট্র ভালো কোনো জায়গায় যেতে পারে না। বিগত সরকার কোয়ানটিটি বাড়াতে গিয়ে কোয়ালিটির দিকে নজর দেয়নি। আমাদেরকে কোয়ালিটিতে গুরুত্ব দিতে হবে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সভাপতিত্ব করেন ইআরআই চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Post a Comment