সুখবর আসছে অর্থমন্ত্রণায়ের সম্মেলন কক্ষ থেকে

 


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আভাস মিলেছে। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) যেকোনো সময় বড় সুখবর পেতে পারেন শিক্ষকরা।তিন দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি পূরণ না হলে দুপুরের মধ্যে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রার ঘোষণা দিয়ে রেখেছেন তারা। এ পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে ফের সভায় বসতে যাচ্ছে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার যেকোনো সময় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টরা সভায় বসবেন। আর সেখানেই বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।নামপ্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, অর্থ উপদেষ্টা এবং সচিব দেশে নেই। এরপরও শিক্ষকদের দাবিগুলোর বিষয়ে শিক্ষা উপদেষ্টা নিয়মিত অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রাখছেন। অনেক হিসাব-নিকাশ হচ্ছে। আশা করছি, দ্রুত শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে।তিনি আরও জানান, শিক্ষকদের দাবি অনুযায়ী, বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করা হতে পারে। এ ছাড়া চিকিৎসা ভাতা বাড়ানো এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিও পূরণ হবে। আজকেই এই দাবি পূরণ হওয়ার সম্ভাবনা বেশি।গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ায় সরকার। তবে গত ৫ অক্টোবর সেই খবর প্রকাশ্যে এলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন।এরপর গত ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষকরা চান, তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হোক।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post