শিক্ষকদের সর্বজনীন বদলি নীতিমালা সংশোধন নিয়ে nrtca এর তথ্য প্রকাশ।

 


এমপিওভুক্ত শিক্ষকদের প্রাণের দাবি বদলি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার জন্য আগেই উদ্যোগ নিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। এবার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয়েছে। সফটওয়্যার তৈরির দায়িত্ব পেয়েছে টেলিটক লিমিটেড। এ ছাড়াও সর্বজনীন বদলির ক্ষেত্রে নীতিমালাও আসছে বড় পরিবর্তন। আগামী সপ্তাহের মধ্যেই নীতিমালা সংশোধন হতে পারে বলে জানা গেছে।বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) এ সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় মন্ত্রণালয়, এনটিআরসিএ, বুয়েট, বিভিন্ন দপ্তরের থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার খসড়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে দূরত্বকে। এরপর নারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে। তারপর গুরুত্ব পাবে জ্যেষ্ঠতা। এরপর অন্যান্য শর্ত পূরণ করা সাপেক্ষে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এর আগে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দ্বিতীয় বার ইনডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post