আজ শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো

 


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সভায় ইনডেক্সধারী সব শিক্ষকের বদলির জন্য একটি মডিউল (সফটওয়্যার) তৈরির সিদ্ধান্ত হয়েছে।বুধবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক-২ শাখার যুগ্মসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টেলিটকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তারা শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে গেছেন। নীতিমালার সবকিছু পর্যালোচনা করে একটি মডিউল বানানো হবে। মডিউল তৈরির পর কর্মশালা হবে। সেখানে সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে শিক্ষকদের বদলির কার্যক্রম শুরু করা হবে

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post