বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি নিয়ে নতুন তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল, তারা সফটওয়্যার তৈরিতে আগ্রহী নয়। এজন্য নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছেসোমবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, এক্সেস টু ইনফরমেশন (এটুআই)-এর মাধ্যমে বদলির সফটওয়্যার তৈরিতে চিঠি দেওয়া হয়েছিল। তবে সংস্থাটি সেভাবে আগ্রহ না দেখানোয় এ সফটওয়্যার তৈরির জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডকে চিঠি দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে টেলিটকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। টেলিটক সম্মতি দিলে দ্রুত সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা হবে।এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দ্রুত বদলির সফটওয়্যার তৈরির চেষ্টা চলছে। আমরা টেলিটকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। সফটওয়্যার তৈরি না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম শুরু করা যাচ্ছে না।’এদিকে দ্রুত বদলি কার্যকর করার লক্ষ্যে একযোগে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকতের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আন্দোলনে নামছেন। আগামী ১০ নভেম্বর বাংলাদেশ বদলি-প্রত্যাশী শিক্ষক ঐক্যজোট ব্যানারে আন্দোলনে নামবেন তারা।

Post a Comment