সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষ করেছে পে কমিশন। গত ৩০ অক্টোবর শেষ হয় কমিশনের এ মতবিনিময় পর্ব।সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের নেতারা কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন পে কমিশনের সঙ্গে মতবিনিময়সভায় সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। একইসঙ্গে তারা গ্রেড সংখ্যাও কমানোর প্রস্তাব করেছে।বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে আমরা প্রস্তাব দিয়েছি সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের। একইসঙ্গে গ্রেড সংখ্যা কমিয়ে ১২টি করা হোক।তিনি আরও বলেন, সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল হয়েছে, ২০২০ খ্রিষ্টাব্দে হওয়ার কথা থাকলেও হয়নি। এ কারণে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিয়মিত হলে ২০২০ খ্রিষ্টাব্দে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ খ্রিষ্টাব্দে তা ৩৩ হাজার টাকায় পৌঁছাত।

Post a Comment