রাতে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

 


রাতে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারকুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকার সন্ত্রাসী ও হত্যা মামলার প্রধান আসামি সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মন্ডল ওরফে সাঈদকে (৩৫) গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে দুপুরে ঢাকা থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়।


সন্ত্রাসী সাঈদ দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মণ্ডলের ছেলে। গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে পদ্মার চরের বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সে হত্যা মামলার প্রধান আসামি।


এছাড়াও এলাকায় বালুর ঘাট দখল, অবৈধভাবে বালু উত্তোলন, অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণসহ নানা অপরাধের অভিযোগও রয়েছে তার বাহিনীর বিরুদ্ধে।


গ্রেপ্তারকৃত সাঈদের বিষয়ে দৌলতপুর থানার (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার প্রধান আসামি সাঈদ গ্রুপের প্রধান সাঈদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। জিজ্ঞাসা শেষে আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠাবো। সাঈদের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ৯টি মামলা রয়েছে।”

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post