চাকুসহ ছিনতাইকারী আটক

 


কিশোরগঞ্জের ভৈরবে সুইচ গিয়ার চাকুসহ মাইন উদ্দিন নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১৪। রবিবার গভীর রাতে উপজেলার রামশংকর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।


আটককৃত মাইন উদ্দিন পৌর শহরের কালিপুর গ্রামের মধ্যপাড়ার মৃত ফুল মিয়ার ছেলে।


জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১টার দিকে ভৈরব থানার রামশঙ্করপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি চায়না সুইচ গিয়ার চাকুসহ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে।


এ বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়কের পক্ষে মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, ভৈরব শহরে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। রবিবার রাতে শহরের কালিপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এই ঘটনায় ভৈরব থানায় মামলা দায়েরপূর্বক আসামিকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post