রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা লুটের ঘটনায় বনশ্রী-আফতাবনগরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসায়ীকে গুলি করা ডি ব্লকের সেই স্থান পরিদর্শনে এসেছে সেনাবাহিনী।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে রাত একটার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর একটি দল।স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, রাত একটার দিকে সেনাবাহিনী এসেছে। এর আগেই পুলিশ এসেছে। ঘটনার পর থেকে পুরো বনশ্রী এলাকায় পুলিশ ও সেনাবাহিনী রাউন্ড দিয়েছে। এমনকি সতর্কতা হিসেবে আফতাবনগর মেইন গেটেও টহল বসিয়েছে পুলিশ।
ক্ষোভ প্রকাশ করে প্রিয়া আশফিয়া নামে এক বাসিন্দা বলেন, আন্দোলন চলাকালীন সময়ে প্রতিটা ছোট-বড় গলির মোড়ে মোড়ে পুলিশ-সেনাবাহিনীর টহল ছিল। সেই সময়ে ঘর থেকে বের হওয়ারও কোনো উপায় ছিল না। এখন সেইসব ফোর্স কোথায়? প্রকাশ্যে ছিনতাইকারী, র্যাপিস্টের অ্যাটাকের ভয়ে ঘরে লুকিয়ে থাকার এতদিন যাবৎ এভাবে যুদ্ধ করেছিলাম? তফাৎ কোথায়?
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি প্রসঙ্গে রিয়াদুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, ঘটনা ঘটেছে রাত ১০-১১টার দিকে, এরপর পুলিশ এবং সেনাবাহিনী এসেছে। দেশে প্রতিটা ক্ষেত্রেই এমন ঘটে৷ ঘটনার পর তো আর তাদের কোনো কাজ নেই। এগুলো দায় এড়ানো ছাড়া কিছুই না।
এদিকে সারা দেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্য রাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা সোমবার ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।
Post a Comment