চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক উপদেষ্টার পরিষদের

 


চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক । শনিবার (১০ মে) রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন উপদেষ্টারা। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধসহ ভারত-পাকিস্তান ইস্যু এবং চলমান অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে।শুক্রবার (৯ মে) অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছিল, ‘সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সরকার জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post