আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে ড:ইউনূসের এমন মন্তব্যে যা জানা গেল



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এখনও অবধি কোনো মন্তব্য করেননি । প্রকৃতপক্ষে, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার নাম ব্যবহার করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।গুগলে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আগামী নির্বাচনের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।অনুসন্ধানে গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সাক্ষাতের প্রেক্ষিতে গণমাধ্যমের সাথে তার কথা বলার ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে তিনি গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার সাথে তার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন আলাপ হলেও নির্বাচনের তারিখের বিষয়ে তার সাথে কোনো আলাপ হয়নি। এছাড়াও আগামী নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাকে কোনো মন্তব্য করতে শোনা যায়নি। প্রধান উপদেষ্টা আদৌও এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে রিউমর স্ক্যানার টিম কথা বলে তাঁর উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারের সাথে। তিনি আমাদের নিশ্চিত করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন কোনো মন্তব্য করেননি। ড. ইউনূসের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা।পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কী?আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনি ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।সুতরাং, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post