বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৯তম নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে সিলেবাস প্রণয়ন ও হালনাগাদকরণ কমিটির সভা ডাকা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআসিএর কার্যালয়ে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় প্রস্তাবিত নতুন পরীক্ষা বিধিমালা অনুযায়ী ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধরন, নম্বর বণ্টন ও সময় সংক্রান্ত আলোচনা করা হবে।সম্প্রতি এনটিআরসিএর এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সভায় এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সভাপতিত্ব করবেন।জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস প্রণয়ন ও হালনাগাদকরণ কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এনটিআরসিএর সভাকক্ষে অনুষ্ঠিত হবে। কমিটির সম্মানিত সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।সভায় প্রস্তাবিত নতুন পরীক্ষা বিধিমালা অনুযায়ী ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধরন, নম্বর বণ্টন ও সময় সংক্রান্ত আলোচনা করা হবে।
00:01
Post a Comment