বাড়ি বাড়া নিয়ে নীতিগত সম্মতি জানিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাল অর্থমন্ত্রণালয়



 বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট। তবে সেই প্রস্তাবনা এখনো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নিবৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেনযদিও গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) মো. মজিবর রহমান শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন।নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে অনেক আগে পাঠানো হয়েছে। মজিবর রহমান হয়তো সেটি বোঝাতে চেয়েছেন। তবে শিক্ষকরা বাড়ি ভাড়া ২০ শতাংশ করার যে প্রস্তাব করেছে সেটি এখনো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।প্রসঙ্গত, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। কর্মসূচিতে সারা দেশ থেকে প্রায় অর্ধলাখ শিক্ষক যোগ দেন। কর্মসূচির এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন জোটের নেতৃবৃন্দ। দীর্ঘ বৈঠক শেষে শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ করার প্রস্তাবে নীতিগত সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি করতে কতটাকা প্রয়োজন সে সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা বলা হয়। সে অনুযায়ী গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দেয় এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post