চিকিৎসা ও উৎসব ভাতা নিয়ে যা জানাল মন্ত্রণালয়



 বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ও উৎসব ভাতা আপাতত বাড়ছে না। তবে আগামী বাজেটে এটি বৃদ্ধির চেষ্টা করবে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সাথে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের সভায় কেবল বাড়ি ভাড়া আগামী এক নভেম্বর থেকে সাড়ে সাত শতাংশ এবং ২০২৬ সালের জুলাই থেকে সাড়ে সাত শতাংশ করা হবে। অর্থাৎ শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে।

চিকিৎসা ও উৎসব ভাতার দাবি পূরণ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা আপাতত বাড়ছে না। সরকারের আর্থিক সক্ষমতা না থাকায় আগামী বাজেটে এই দুটি ভাতা বৃদ্ধির চেষ্টা করা হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post