বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আয়োজিত প্রশিক্ষণ কোর্সগুলোতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আওতাধীন সব প্রতিষ্ঠান ও দপ্তরগুলোকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ফিন্যান্স এণ্ড প্রকিউরমেন্ট শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র যুক্ত করে এ চিঠি সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সগুলোতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের পুনঃনির্ধারিত দৈনিক প্রশিক্ষণ ভাতার চিঠি (সংলগ্নিসহ) পাঠানো হলো। এই চিঠির মর্মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।
00:01

Post a Comment