ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তাঁর গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের বাসভবন ফিরোজায় যান। বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী। বেলা ১টা ২৫ মিনিটে তিনি ‘ফিরোজা’য় পৌঁছান।তাঁর সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে ফিরোজাসংলগ্ন এলাকায় ভিড় করেন দলীয় নেতা এবং সাধারণ জনগণ। এ এক অলৌকিক ঘটনা এর আগে দেশের সাবেক কোনো প্রধানমন্ত্রীর আগমনে বাসবভনের সামনে এত মানুষের সমাগম হয় নি। এ যেন দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। এর আগে লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করে নিতে বিমানবন্দর সড়কে ঢল নেমেছে দলটির নেতাকর্মী ও দেশের সর্বস্তরের মানুষের।এ এক অলৌকিক ঘটনা কেননা এর আগে বাংলাদেশের সাবেক কোন প্রাধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনে এমন জনপ্রিয়তা লক্ষ করা যায় নি। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অবস্থানের ফলে কোনো পূর্ব নির্দেশনা না থাকলেও ‘বাধ্য হয়ে’ বনানী থেকে গুলশানগামী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান জানিয়েছেন, বনানী থেকে গুলশান দুই নম্বর সড়কের মুখে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে।
00:01
Post a Comment